কুরআন সহীহকরণ শর্ট কোর্স
About This Course
কুরআন এতটুকু সহিহ করে পড়া ফরজে, যাদ্দ্বারা নামাজ সঠিকভাবে আদায় হয়। অনেকেই তিলাওয়াত করতে পারলেও তা শুদ্ধ নয়। ফলে নিজেদের অজান্তেই অনেক সময় নামাজ বিনষ্ট হয়ে যায়। যাদের এমন তিলাওয়াত শুদ্ধ না, তাদের জন্যই আমাদের কুরআন সহীহকরণ শর্ট কোর্সটি। এতে নামাজে আমরা সাধারণত যেসব সূরা পড়ি অর্থাৎ সূরা ফাতিহা ও সূরা ফীল থেকে সূরা নাস পর্যন্ত ১০টি সূরা শুদ্ধভাবে কীভাবে পড়তে হবে তা শেখানো হয়েছে। প্রথমে মাখরাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর সূরা মশক করানো হয়েছে এবং যেসব স্থানে সাধারণত ভুল করে মানুষেরা, সেগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে।
ফ্রি কোর্সটি কীভাবে করবেন?
আগে থেকে সাইটে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে একাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য লগিন অপশনে ক্লিক করে নিচে রেজিস্ট্রেশন অপশন থেকে ফরম পূরণ করে নিন। আর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে যে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটার মাধ্যমে লগিন করে নিন এবং Enroll now তে ক্লিক করে ভর্তি হন, তারপর Start Learning এ ক্লিক করে ক্লাস দেখা শুরু করুন।