সায়্যিদুল ইস্তিগফার আমাদের সম্পর্কে জানুন আসুন সায়্যিদুল ইস্তিগফার শিখিحَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ،عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:শাদ্দাদ ইবনে আওস (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেন-” سَيِّدُ الِاسْتِغْفَارِ:সায়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া হলো,اَللّٰهُمَّ أَ نْتَ رَبِّيْ لَاۤ إِلٰهَ إِلَّاۤ أَ نْتَ،“হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমি ব্যতীত কোন ইলাহ নাই। خَلَقْتَنِي وَ أَ نَا عَبْدُكَ،তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার বান্দা। وَأَ نَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ،আমি যথাসাধ্য তোমার ওয়াদা-প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর। أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ،আমি তোমার দেয়া নিয়ামতের কথা স্বীকার করিوَأَبُوْءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِيْ،এবং আমার পাপের কথাও তোমার কাছে স্বীকার করি।অতএব তুমি আমাকে ক্ষমা করো।فَإِ نَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّاۤ أَنْتَ.কেননা তুমি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নাই। أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ.আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই”। إِذَا قَالَ حِيْنَ يُمْسِيْ فَمَاتَ دَخَلَ الْجَنَّةَ –যে ব্যক্তি সন্ধ্যায় উপনীত হয়ে এরূপ বলে (ঐ রাতে) মারা গেলে সে বেহেশতে প্রবেশ করবে أَوْ: كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ –বা বেহেশতীদের অন্তর্ভুক্ত হবে।وَإِذَا قَالَ حِينَ يُصْبِحُ فَمَاتَ مِنْ يَوْمِهِ مِثْلَهُআর সে ভোরে উপনীত হয়ে ঐরুপ বললে এবং সেদিন মারা গেলে বেহেশতে প্রবেশ করবে বা বেহেশতীদের অন্তর্ভুক্ত হবে। (বুখারী, তিরমিযী, নাসাঈ)হাদিসের মানঃ সহিহ হাদিস