ইসলামের দৃষ্টিতে গীবত
About This Course
গীবত একটি নীরব ঘাতক। এটি বান্দার অজান্তেই তার আমলনামার নেকীগুলো ধ্বংস করে দেয়। বর্তমান সময়ে যেই গুনাহগুলো মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় সংগঠিত হয়, তার মধ্যে অন্যতম হলো গীবত। গীবতের নানান দিক নিয়ে এই কোর্সটি।
ফ্রি কোর্সটি কীভাবে করবেন?
আগে থেকে সাইটে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে একাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য লগিন অপশনে ক্লিক করে নিচে রেজিস্ট্রেশন অপশন থেকে ফরম পূরণ করে নিন। আর আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে যে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটার মাধ্যমে লগিন করে নিন এবং Enroll now তে ক্লিক করে ভর্তি হন, তারপর Start Learning এ ক্লিক করে ক্লাস দেখা শুরু করুন।
Learning Objectives
Requirements
- মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ, নেটকানেকশন
Target Audience
- সকল নারী-পুরুষ