বেসিক টু এ্যাডভান্স আরবি ভাষা কোর্স

Last Update December 29, 2024
0 already enrolled

About This Course

কোর্স পরিচিতিঃ 

আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে প্রথমত কুরআন বুঝাদ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝাতৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহুসরফ এর প্রয়োজনীয় পাঠ তো থাকবেই।

কোর্সপ্ল্যানঃ 

সপ্তাহে ৩টি ক্লাসে ১টি করে পাঠ শেষ করা হবে। প্রতি ৩ পাঠ শেষ হবার পর একটি মাসিক পরীক্ষা হবে সেই ৩ পাঠের উপর। এভাবে ৪ মাসে ১২ পাঠ শেষ হওয়ার পর একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে ১১২ পাঠের (পুরো অধ্যায়উপর এভাবে মোট ৪ মাস মেয়াদী ৪টি সেমিস্টারে দেড় বছরে কোর্সটি শেষ হবে। (তবে রোজা/ঈদের ছুটি, পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ সময়ের চাইতে বেশি সময় চেয়ে নেওয়া ইত্যাদি কারণে এই সময়ের চেয়ে কিছু সময় বেশিও লাগতে পারে।) সঠিকভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য থাকবে সার্টিফিকেট।

কোর্স শেষে অর্জনঃ 

কোর্স শেষে কুরআনের অধিকাংশ আয়াত ও অসংখ্য হাদিসের অর্থ নিজে নিজে আরবী থেকে বুঝা সম্ভব হবে। এছাড়া আরবীতে সাধারণ কথোপকথন করা ও বুঝাসহজ ভাষায় লেখা আরবী বইপত্র যবরযের ছাড়াই পড়তে পারা ও বুঝার যোগ্যতাও অর্জিত হবে ইনশাআল্লাহ।   

কোর্স পাঠ্যঃ

হাইয়া আলাল আরাবিয়্যাহ’ কিতাবের মাধ্যমে পাঠদান করা হবে। এটি একাডেমির নিজস্ব গবেষণালব্ধ কিতাবযা কর্মব্যস্ত ও কলেজইউনিভার্সিটি পড়ুয়া সাধারণ মানুষের উপযোগী করে অত্যন্ত সুচিন্তিত ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে রচিত। কিতাবটিতে আছে মোট ৩টি অধ্যায়। প্রতি আধ্যায়ে আছে ১২টি করে পাঠ। প্রতি পাঠে আছে ৩টি করে পরিচ্ছেদ। প্রতি সেমিস্টারে ১টি করে অধ্যায় পড়ানো হবে। কিতাবটিতে ৩টি বিষয়ের প্রতি বেশি গুরুত্ত্বারোপ করা হয়েছে। তা হলো

– আরবী থেকে কুরআনে অর্থ বুঝা

– আরবী থেকে নবিজীর হাদিস ও বিভিন্ন দুআর অর্থ বুঝা

– সাধারণ আরবীভাষা বুঝা 

এর সাথে নাহুসরফের আলাদা শিট থাকবে।

ক্লাস-পদ্ধতিঃ 

কোর্সটির একাডেমিক বিষয়গুলো পরিচালিত হবে একাডেমির নিজস্ব ইক্যাম্পাসে। আর প্র্যাকটিস, শিক্ষার্থীদের গ্রুপ ডিসকাশন ও দরকারি নোটিশের জন্য ব্যবহার করা হবে মেসেঞ্জার গ্রুপ।

মেসেঞ্জারে দুইটি গ্রুপ থাকবে-

১- ডিসকাশনঃ এখানে শিক্ষার্থীরা নিজেরা পঠিত পড়াগুলো প্র্যাকটিস করবে, পড়া নিয়ে ডিসকাস করবে, টিচাররাও এখানে প্র্যাকটিস করাবেন।

২-নোটিশবোর্ডঃ এখানে জরুরি নোটিশ, আপডেটগুলো প্রদান করা হবে।   

এই কোর্সের পড়া দেওয়ানেওয়ার প্রক্রিয়াটা দুইভাগে বিভক্ত

পড়ানোর সিস্টেম ক্লাসের দিনগুলোতে (শনিমঙ্গলবৃহস্পতিসকালে ফজরের পরে ক্লাসরুমে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। শিক্ষার্থীরা সেখান থেকে নিজের সময় সুযোগ মত ক্লাস দেখে ক্লাসরুমে থাকা নির্ধারিত বাটনে ক্লিক করে হাজিরা দিবেন। যেন মনিটরিং করা যায় এবং কেউ গাফলতি করতে না পারে। প্রতি ক্লাসের সাথে ১টি করে হোমওয়ার্ক দেওয়া থাকবে। সেগুলো সম্পন্ন করে ইক্যাম্পাসে জমা দিতে হবে এবং কোন কিছু ভুল হলে টিচাররা সেটা দেখে সংশোধন করে দিবেন। এই হোমওয়ার্কের জন্য পরীক্ষায় আলাদা নাম্বার থাকবে।

পড়া নেওয়ার সিস্টেম– পঠিত পড়াগুলো সরাসরি জুমে লাইভ কলে নিবেন উস্তায/উস্তাযাগণ। এটা রাতে হয়। ইশার পরে ৯:৩০টার দিকে। নিয়মিত পড়া শুনানোর উপর পরীক্ষায় নাম্বার থাকবে। যেন পড়া শুনানোর বিষয়ে কেউ গাফলতির শিকার না হতে পারে।   

পড়া বিষয়ক কোন জিজ্ঞাসা থাকলে সেটা তৎক্ষণাৎ ক্লাসের নিচে লিখিত আকারে প্রশ্ন করার ব্যবস্থা আছে ইক্যাম্পাসে। উস্তাযউস্তাযাগণ ফিরতি রিপ্লাইয়ে সেটার উত্তর দিবেন সময়মত। কিংবা চাইলে উস্তাযউস্তাযাদেরকে সরাসরি ইনবক্সেও মেসেজ করে বা পড়া দেওয়ার সময় প্রশ্ন করে উত্তর জেনে নেওয়া যাবে। তাছাড়া প্রতি পরীক্ষার আগে ১টি করে লাইভ সলুশ্যন দারস তো থাকবেই। সেখানে পঠিত পড়ার উপর আরও কোন জিজ্ঞাসা থাকলে অধিকতর গুরুত্বের সাথে তা বুঝিয়ে দেওয়া হবে। 

উল্লেখ্য যে, আমাদের একাডেমীর এই কোর্সের শিক্ষার্থীরা অধিকাংশই কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রী কিংবা চাকরিজীবী-গৃহিণী হবার কারণে নির্ধারিত সময়ে ক্লাসে থাকতে পারেন না। তাই নির্ধারিত সময়ে ক্লাসের সিস্টেম না রেখে এভাবে ফ্ল্যাক্সিবল রাখা হয়েছে। এতে করে তাদেরকে বাড়তি প্রেশারে পড়তে হয় না; বরং ধীরেসুস্থে নিজের অবসর সময়মত শেখার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারেন। অভিজ্ঞতার আলোকে ব্যস্ত মানুষদের জন্য এই পদ্ধতি অধিক উপযোগী প্রমাণিত হয়েছে। 

আরও কিছু বৈশিষ্ট্য

  • ছেলে-মেয়ে আলাদা ব্যাচ, আলাদা শিক্ষক-শিক্ষিকা ও পূর্ণ পর্দা রক্ষা (উস্তায-উস্তাযাদের পরিচয় জানতে ক্লিক করুন এখানে)
  • নিয়মিত হোমওয়ার্ক, অনুশীলন
  • প্রতি মাসেই মাসিক পরীক্ষা
  • ৪ মাস পরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা
  • পরীক্ষার আগে লাইভ সল্যুশন দারস
  • কুইজের মাধ্যমে নিজেকে যাচাইর ব্যবস্থা
  • প্রতি পাঠের সাথে কঠিন ও নতুন বিষয়গুলোর জন্য সহজ-সাবলীল উন্নত শিট।
  • নিয়মিত পড়া শুনা ও সার্বক্ষণিক সাপোর্ট
  • কুরআন থেকে প্রচুর অনুশীলন
  • কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
  • ভর্তির যোগ্যতা কুরআনুল কারীম পড়তে পারা।

মাসিক ফি : ১০২০ টাকা। ভর্তির আলাদা কোন ফি নেই। (কারো সত্যিকারের আর্থিক সমস্যা থাকলে ছারের বিষয়টি আলোচনা সাপেক্ষে বিবেচনাযোগ্য।)

Tags

Learning Objectives

আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু–সরফ এর প্রয়োজনীয় পাঠ তো থাকবেই।

Material Includes

  • প্রতি পাঠের সাথে শিট
  • নিয়মিত পরীক্ষা

Requirements

  • কুরআন শুদ্ধ করে পড়তে পারা

Target Audience

  • আরবী থেকে কুরআন-হাদীস বুঝা বা আরবী বইপত্র পড়তে যারা আগ্রহী তাদের জন্য এই কোর্সটি

Curriculum

5 Lessons2h 20m

Planning

IntroductionPreview
Internal vs External Factors

Opening Offers

Tactics

১৬

1,050.00৳ 5,000.00৳ 

79% off
Level
All Levels
Lectures
5 lectures

Material Includes

  • প্রতি পাঠের সাথে শিট
  • নিয়মিত পরীক্ষা

Want to receive push notifications for all major on-site activities?

Don't have an account yet? Sign up for free

No apps configured. Please contact your administrator.
No apps configured. Please contact your administrator.