Blog

মিডিয়া আরবির চর্চা কীভাবে শুরু করবেন?

মিডিয়া-আরবির-চর্চা
Uncategorized

মিডিয়া আরবির চর্চা কীভাবে শুরু করবেন?

মিডিয়া আরবী বলতে বুঝানো হয় সংবাদপত্রে বা টেলিভিশনের নিউজে যেই ধরনের ভাষা ব্যবহার করা হয় তাকে। এটি স্বতন্ত্রভাবে আলাদা কিছু নয়। বরং আরবীভাষারই সামান্য একটু ভিন্ন রূপ। ভিন্ন রূপ বলতে শব্দ ও বাক্যের নতুন ব্যবহার। মিডিয়া আরবীর বিষয়টিকে আমরা সংক্ষেপে ৩ ভাগে ভাগ করতে পারি। তা হলো-

১- পৃথিবীর প্রযুক্তিগত উৎকর্ষের কারণে সৃষ্ট নতুন নতুন শব্দ, যা আগে ছিল না। যেমন- ট্যাংক, কামান, সাঁজোয়া যান, সাবমেরিন, রকেট, বিদ্যুৎ ইত্যাদি।

২- আগে থেকেই বিদ্যমান আরবী শব্দগুলোর নতুন মাত্রার অর্থ।

৩- বাক্য বিন্যাসে নতুনত্ব

সাধারণত আমরা আরবীভাষার কদীম রূপ বা ক্লাসিক্যাল ধরনের সাথে পরিচিত। যেহেতু আমাদের আরবী শেখার উদ্দেশ্য থাকে কুরআন-হাদিসের বইগুলো পড়ে বুঝতে পারা। তাই সংবাদপত্রের ভাষা ও ধরন বুঝতে বেগ পেতে হয়। কিন্তু কিছুদিন চর্চা চালিয়ে গেলে এই সমস্যা সহজেই কাটিয়ে উঠা সম্ভব। সেজন্য শুরুতে এই বিষয়ক কিছু গ্রন্থের সাহায্য নেওয়া যেতে পারে। বাংলাভাষায় লিখিত এমন কয়েকটি বই হলো-

১- সৌদি আরবের কিং সউদ ইউনিভার্সিটির শিক্ষার্থী, আরবী বহুগ্রন্থ প্রণেতা মীযান হারুন রচিত ও মাকতাবাতুল থেকে প্রকাশিত বই ‘মিডিয়া আরবী কীভাবে শিখবো’

 

২- জামিয়াতুল উস্তাযের প্রিন্সিপাল ও বিশিষ্ট আরবীভাষা বিষয়ক গবেষক শফিকুল ইসলাম ইমদাদি রাহাত রচিত মিডিয়া আরবি বিষয়ক ২টি বই- ‘মিডিয়া আরবীর হাতেখড়ি’

৩- এবং ‘মিডিয়া আরবি শিখি’

এই ৩টি বই মনোযোগ দিয়ে পড়লে মিডিয়া আরবির সম্পর্কে প্রাথমিক জানাশোনা হয়ে যাবে। এরপর নিয়মিত আরবী সংবাদ পাঠের চর্চা অব্যাহত রাখতে হবে। সেজন্য আলজাজিরা এরাবিক হতে পারে বেস্ট অপশন। আলজাজিরা এরাবিক এর সাইট ভিজিট করতে ক্লিক করুন এখানে

বাংলাদেশের অন্যতম আরবীভাষা চর্চাকেন্দ্র মারকাযুল লুগাহ আল আরাবিয়্যাহ এর প্রধান ও বিশিষ্ট আদীব মুহিউদ্দীন ফারুকি সাহেব মাঝেমাঝে মিডিয়া আরবির উপর কোর্সের আয়োজন করেন। সেরকম আয়োজনেও অংশ নেওয়া যেতে পারে। তাঁর একটি কোর্সের নমুনা পোস্টার-

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *